দেশের অন্যতম ফ্যাশান হাউস কে ক্র্যাফট (Kay Kraft) ঢাকা ও কুমিল্লা শাখার জন্য জরুরী ভিত্তিতে পরিশ্রমী ও উদ্যমী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে।
পদের নামঃ শপ ম্যানেজার/সহকারী শপ ম্যানেজার (পুরুষ/মহিলা) অভিজ্ঞতাঃ বুটিক হাউস/রিটেইল শপে ২ বছরের ম্যানেজমেন্ট অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম স্নাতক দক্ষতাঃ কমপিউটারে পারদর্শিতা কর্ম এলাকাঃ ঢাকা ও কুমিল্লা ।
বেতন ও অন্যান্য সুবিধাঃ আলোচনা সাপেক্ষে প্রার্থীদের অবশ্যই সকাল ০৯.৩০ হতে শপ বন্ধ করা পর্যন্ত কাজ করার মানসিকতা থাকতে হবে ।
আগ্রহী প্রার্থীগণকে উল্লেখিত ই-মেইল ঠিকানায় CV (সিভি)প্রেরণ করার জন্য আহবান করা হচ্ছে। সিভি(CV) তে অবশ্যই দুই জনের রেফারেন্স (ফোন নাম্বার ও ঠিকানাসহ) ঊল্লেখ থাকতে হবে।