জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি।
পরিপূর্ণ ইসলামী নীতিমালা অনুযায়ী কর্মজীবন পরিচালনায় আগ্রহী একজন উত্তম সৎ চরিত্রের অধিকারী মহিলা গৃহকর্মী আবশ্যক।
শর্তাবলীঃ
১। বয়সঃ ১৮ হইতে ৩০ বৎসরের মধ্যে।
২। জাতীয় পরিচয় পত্র + ২ কপি পাসপোর্ট৷৷৷
ছবি।
৩। সর্বনিম্ন ৫ বৎসর কাজ করার মানষিক প্রস্তুতি অথবা আরো বৃদ্ধি করা যাবে।
৪। এতিম অসহায় সৎ চরিত্রের অধিকারীর
জন্য অগ্রাধিকার থাকবে।
৫। নিয়মিত নামাজ পড়তে হবে।
৬। প্রত্যহ রান্না এবং গৃহকর্ত্রীর কাজে
সহযোগিতা করতে হবে।
৭। সুন্দর আচরণ এবং মার্জিত ভাষা ব্যবহার।
৮। পরিবারের সদস্যদের মতো স্থায়ীভাবে থাকতে হবে।
সুযোগ সুবিধাঃ
১। পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য খাদ্য গ্রহণ অথবা নিজের রুচিসম্মত খাদ্যগ্রহণ এবং বাসস্থানের প্রয়োজনীয় সুযোগ।
২। পোষাক সহ আনুসাঙ্গিক প্রয়োজনীয় সুবিধা
৩। প্রয়োজনীয় চিকিৎসার সুবিধা।
৪। পরিবারের সদস্যদের মতই মানসম্মত বাসস্থান।
৫। বিয়ে সহ আনুসাঙ্গিক সামাজিক আনুষ্ঠানিক বিষয়ে সহযোগিতা পাবে।
৬। বেতন আলোচনা সাপেক্ষে।
যোগাযোগঃ অধ্যাপক ডাঃ ফজলুল হক।
(শিকদার মহিলা মেডিকেল কলেজ এবং হাসপাতাল।)
নিজস্ব বাসভবনঃ মাজার রোড সংলগ্ন, মিরপুর ১।
প্রয়োজনেঃ
মোঃ সাখাওয়াত হোসাইন
০১৭১৬ - ৮৪ ৫১ ২৪
অত্যন্ত জরুরী প্রয়োজন হওয়ার কারনে শেয়ার এবং ট্যাগ করলাম। ট্যাগ করার কারনে সম্মানিত বন্ধুদের অসুবিধা হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে অনুরোধ এবং সহযোগিতা কামনা করছি।
আপনাদের সকলের প্রতি আল্লাহতালার রহমত কামনা করছি। আমার জন্য দোয়া করবেন।
শুভকামনায়ঃ মোঃ সাখাওয়াত হোসাইন।
০৪ কার্তিক , ১৪২৫ বঙ্গাব্দ।
০৯ সফর, ১৪৪০ হিজরী।
১৯ অক্টোবর, ২০১৮ ইং।