আমাদের সমস্ত চেতনা হোক স্রষ্টাকে ঘিরে, আমাদের সমস্ত কর্মই হোক স্রষ্টার সৃষ্টির তরে।
job media bd.com এর উদ্দেশ্য
কর্ম সকলরে জন্য job media bd.com এটি শুধু মাত্র যোগাযোগ মাধ্যম কর্মদাতার সাথে কর্মীর বা কর্মীর সাথে কর্মদাতার। এটি সর্পূণ অরাজনাৈতিক, অলাভজনক ব্যাক্তিগত উদ্যেগে ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের জন্য কর্ম ক্ষেত্রে ক্ষুদ্র সহযোগী প্রতষ্ঠিান।
job media bd.com একটু ভিন্ন যোগাযোগ মাধ্যম
বর্তমানে ইণ্টারনেটে অনেক চাকররি মাধ্যম আছে কিন্তু job media bd.com সপূর্ণ ভিন্ন মাধ্যম। আমরা সাধারনত সমাজের সুবিধাবজ্ঞিত মানুষ গুলিকে কর্মমুখী করা এবং কর্মদাতার সাথে কর্মীর সহজেই যোগাযোগের মাধ্যমে সহযোগীতা করা আমাদরে মুল লক্ষ। আমাদের দেশে বা সারা পৃথীবিতে যত চাকরির মাধ্যম আছে তারা বিশেষ একটি শ্রেণী সচ্ছল (শিক্ষিত) তাদের কে অগ্রাধিকার নিয়ে কাজ করে। কিন্তু job media bd.com সবধরনের শ্রেণী পেশার মানুষ নিয়ে কাজ করে তবে বিশেষ করে সমাজের সুবিধা বজ্ঞিত (দক্ষ/অদক্ষ, শিক্ষিত/একেবারে শিক্ষাবিহিন, দরিদ্র শ্রেণী/দিন মুজুর, বিভিন্ন কারনে সামাজিক ভাবে অবহেলিত/বিধবা নারি, সমাজ বিরোধী কেনো কর্যকালাপে জড়িয়ে পড়েছে এবং সেখান থেকে ফিরে এসে কাজ করতে চই, শাররিক কিছু টা অক্ষম/পঙ্গু টাইপের হলেও কোনো একটা কাজ সে করতে পারে, পড়াশুনা অবস্থায় পার্টটাইম/টিউশনি, বেকার না ঘুরে শেখার জন্য অল্প বেতন হলেও করতে চাই) অগ্রাধিকার দিয়ে থাকি।
job media bd.com যেই সব মানুষের সহযোগী
আমরা সমাজের যেই ধরণের সুবিধাবজ্ঞিত মানুষ গুলিকে কর্মের জন্য উৎসহ দিয়ে থাকি যেমন বেকার শিক্ষিত বা শিক্ষাবিহিন, কোনো কাজে দক্ষ বা একেবারেই অদক্ষ, নারী বা পুরুষ এবং যেকোনো বয়সের (শাররীক ভাবে অক্ষম কিন্তু সে কোনো কাজ পারে ও অল্প বেতন হলেও করতে চাই) গৃহ হীন, অভাব গ্রস্ত, বিধবা নারী, সামাজিকতার সমস্যায় কাজের কথা কাউকে বলতে পারেনা, কোনো কাজকর্ম না পেয়ে সমাজ বিরোধী কোনো কার্যকলাপে জড়িয়ে পড়েছে, কেউ আবার অল্প বেতনে কাজ করতে চান কাজ শেখার জন্য । অন্যদিকে আমাদের দেশে বাসা বাড়িতে কাজের বুয়া থেকে শুরু করে অফিস আদালত, গার্মেণ্টস, দোকান শপিং মল, হোটেল রেষ্টরেণ্ট, পরিবহন সেক্টরেও, বিভিন্ন মিল / শিল্প কল কারখানা সহ বিভিন্ন সেক্টরে দক্ষ অদক্ষ সব ধরনরে কর্মীর ব্যাপক চাহদিা। অনেক সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠান আছে এবং আবার কেউ ব্যাক্তিগত ভাবে কাউকে কর্ম দিয়ে সহযোগীতা করতে চান বিভিন্ন ভাবে।
job media bd.com যেই ভাবে কর্মী ও কর্মদাতার সহযোগীতা করে
এখানে যেমন কোনো ব্যাক্তি তার চাহিদা মতো কর্ম /কাজ/চাকরী চেয়ে ফ্রি বায়োডাটা / বিজ্ঞাপন দিতে পারবে ঠিক তেমনি কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান তাদের চাহিদা মতো কর্মী চেয়ে ফ্রি বিজ্ঞাপন দিতে পারবে job media bd.com এর ওয়েব সাইটে। একজন ব্যাক্তি শিক্ষিত বা শিক্ষাবিহিন, দক্ষ বা অদক্ষ, নারী পুরুস এবং যেকোনো বয়সের ই হোক না কেন সে যদি job media bd.com এর ওয়েব সাইটে ঢুকে কর্ম চাই ফরম সঠিক ভাবে পুরণ করে (নিজে বা কম্পিউটার পারে এমন পরিচিত কারো সাহায্য নিয়ে বা কোনো কম্পিউটারের দোকান থেকে) তাহলে সেটা ওয়েব সাইটে দেখা যাবে। আর job media bd.com এর কাজ হলো ইন্টারনেটে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে প্রতিটি ছোট বড় অফিস, কর্পোরেট প্রতিষ্ঠান এবং মিল কলকারখানা, মার্কেট, সুপার শপ, দোকান ও ব্যাক্তি র্পযায়ে বাসাবাড়িতে স্থায়ী বা চুক্তি ভিত্তিক যেখানে প্রতিদিন ব্যাপক শ্রমিক, কর্মচারি টেকনিশিয়ান, ইনজ্ঞিনিয়ার, অফিসার প্রয়োজন হয়।
আবার কছিু ব্যাক্তি/প্রতিষ্ঠান আছে সেখানে পড়াশুনা করা অবস্থায় ইন্টারনিং/পার্টটাইম কাজ করার ব্যাপক সুযোগ আছে। র্কমদাতা এই সব প্রতিষ্ঠান/ ব্যাক্তির সঙ্গে সাধারণ র্কমহীন মানুষের সাথে সারা বাংলাদেশে job media bd.comএই ওয়বে সাইটরে মাধ্যমে যোগাযোগ স্থাপন তৈরি করে ও সাধারন মানুষের কাছে ছড়িয়ে দিয়ে কর্মহীন জনগোষ্ঠীর সহযোগীতা করাই আমাদের মুল লক্ষ। এবং এখানে সুবধিা হইলো কর্মদাতা তাঁর ইচ্ছা / পছন্ত মতো ভালো কর্মী খুজে নিতে পারবে অপর দিকে কর্মীরা ও তাহাদের কাঙ্খীত কর্মের সন্ধান পাবে।
বিশেষ অনুরেধ
তাই আপনার যদি কোনো কর্ম / চাকরি / কাজের দরকার হয় তাহলে job media bd.com ওয়েব সাইটে ঢুকে কর্ম চাই ফরম পুরণ করে রাখতে পারেন অথবা আপনার কাজের জন্য যদি যেকোনো কর্মী প্রয়োজন হয় তাহলে কর্ম দিতে চাই পূরণ করে রাখতে পারেন।
মোঃ তরিকুল ইসলাম
job media bd.com
info@jobmediabd.com